কাল জে এম সেন হলে গৌরপূর্ণিমা উদ্‌যাপন

| বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকাল ৫ টায় রহমতগঞ্জস্থ জে এম সেন হলে চৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম আর্বিভাব তিথি গৌরপূর্ণিমা উদ্‌যাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে গৌরপূজা, আবিরদান, পদাবলী-ভজন কির্ত্তন, গৌর আরতি, গৌর নৃত্যানুষ্ঠান। কর্মসূচির আলোকে বিকেলে জে এম সেন হল প্রাঙ্গণে বাংলা সাহিত্যে চৈতন্য মহাপ্রভুর অবদান শীর্ষক আয়োজিত আলোচনা সভায় আর্শীবাদক হিসেবে সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং প্রধান অতিথি হিসেবে রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধত্রিলোকেশ মহাশ্মশান বাস্তবায়ন পরিষদের সুহৃদ সম্মিলন ১৯ মার্চ