কাল জেলা শিল্পকলায় স্কেচ গ্যালারি নাটক ভালোবাসি ভালোবাসি

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

ও হেনরি’র গল্প অবলম্বনে কিরন মৈত্রের নাট্যরুপে স্কেচ গ্যালারি’র প্রথম নাট্য প্রযোজনা ‘ভালোবাসি ভালোবাসি’ কাল শনিবার বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটি সম্পাদনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান।
মঞ্চ, আলোক, পোষাক ও শিল্প নির্দেশনায় কেএম সানাউল হক, আবহ: মঈনুদ্দিন কোহেল, প্রযোজনা অধিকর্তা: মানিক হোসাইন। নাটকটিতে অভিনয় করেছেন বাপ্পী হায়দার/শাহরিয়ার হান্নান, নাঈমা নাজনীন/হৈমন্তী আক্তার, আশীষ নন্দী, নাজিম উদ্দীন মামুন ও দিলরুবা জাহান। প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন ছুঁয়ে ছুটছেন নিকুল কুমার
পরবর্তী নিবন্ধলাইট অ্যাপ ফেরালো ইনস্টাগ্রাম, মিলবে ১৭০ দেশে