কাল জামেয়া ময়দানে জুমার নামাজে ইমামতি করবেন পীর সাবির শাহ

আজ যাচ্ছেন চন্দনাইশ

| বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে আগামীকাল শুক্রবার আওলাদে রাসুল, পীরএ বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.) এবারের বাংলাদেশ সফরের শেষ নামাজে জুমায় ইমামতি করবেন।

তাঁর সাথে উপস্থিত থাকবেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.) ও সাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ (মা.জি.)

মুসল্লিদের এতে শরীক হয়ে উভয় জাহানের কামিয়াবি হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।

এদিকে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (.জি.) আজ বিকালে চন্দনাইশে যাবেন।

এসময় তিনি উপজেলার পাঠানদণ্ডী তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসায় প্রধান মেহমান হিসেবে তকরির করবেন। হুজুর কেবলার সাথে বিশেষ মেহমান থাকবেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ (.জি.)

সালানা জলসায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আনজুমানের কেবিনেট ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সালানা জলসাকে সফল করতে ধর্মপ্রাণ সুন্নি মুসলমানদের প্রতি আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর ও মাদ্রাসা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে পূজার ছুটি ৭ দিন, কলেজে ১০ দিন
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরা বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ পরিষদের মিলাদুন্নবী (দ.) মাহফিল