জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে আওলাদে রাসুল, পীর–এ–বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) আগামীকাল শুক্রবার নামাজে জুমায় ইমামতি করবেন। তাঁর সাথে উপস্থিত থাকবেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ) ও সাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ)। এ সফরে এটি হবে হুজুর কেবলার দ্বিতীয় নামাজে জুমায় ইমামতি।
সর্বস্তরের মুসল্লিদের এতে শরীক হয়ে উভয় জাহানের কামিয়াবি হাসিলের জন্য আহ্বান জানিয়েছেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












