‘বই নয়, জ্ঞানের বিনিময়’ স্লোগানে আগামীকাল শুক্রবার চতুর্থবারের মতো জামালখানে আয়োজন করা হচ্ছে বই বিনিময় উৎসবের। দিনব্যাপী উৎসব সকাল ১০টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিনামূল্যে যে কেউ তার একটি বই রেখে অন্য বই নিয়ে যেতে পারবেন।
স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজের আয়োজনে এতে উদ্বোধক থাকবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অতিথি থাকবেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস ও বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন প্রমুখ। সভাপতিত্ব করবেন উৎসবের সমন্বয়ক সাইদ খান সাগর। প্রেস বিজ্ঞপ্তি।












