সদ্যপ্রয়াত বিশ্বখ্যাত অভিনেতা জাঁ পল বেলমন্দো স্মরণে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের নন্দনকানন কার্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বেলমন্দো অভিনীত এবং জাঁ লুক গদার পরিচালিত বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘ব্রেথলেস’ প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।