চট্টগ্রামে নারীদের নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চিটাগাং ইন্টারন্যাশনাল অল উইম্যান ফিল্ম ফেস্টিভাল। আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
নারীদের নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে নারী নির্মাতাদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘ফিল্ম ফর আস’ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান ফিল্ম ক্লাবের যৌথ উদ্যোগে এবং কানেক্টহার–আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ সহযোগিতায় আয়োজিত এ উৎসবে থাকবে দুটি বিভাগে প্রতিযোগিতা –সেরা ফিকশন ও সেরা ডকুমেন্টারি। প্রথম আসরে প্রতিযোগিতা বিভাগে থাকছে মোট ১৩টি চলচ্চিত্র, এর মধ্যে ৭টি ফিকশন এবং ৬টি ডকুমেন্টারি। এছাড়া প্রদর্শিত হবে ১২টি ফিলিস্তিনি চলচ্চিত্র এবং কানেক্টহার থেকে নির্বাচিত আরও ১৫টি সিনেমা। উৎসবের প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো লাক্রাম্প। পাশাপাশি বিকাল ৫টা থেকে প্রতিযোগিতা বিভাগে মনোনীত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। পরদিন সকাল থেকে কানেক্টহারের নির্বাচিত কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি ফিলিস্তিনের নারী নির্মাতাদের নির্মিত বেশ কিছু চলচ্চিত্রও প্রদর্শন করা হবে। একই দিন সন্ধ্যা ৬টা পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।