কাল ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালা শুরু

| বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে তিন মাস ব্যাপী বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ক্বণন’র এই ৭৬ তম কর্মশালা আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) অনুষ্ঠিত হবে। ৯ম থেকে স্নাতকোত্তর শ্রেণির আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীদের মিলনায়তনে বিকাল ৪ টায় উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও জমা দিয়ে কর্মশালায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কোরনা তথ্য জানতে ০১৮৫৪২৪৬৮২৬ ও ০১৮৫৯৫৮৩১৬২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানোনো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বৌদ্ধদের তিন দিনব্যাপী কঠিন চীবর দান শুরু
পরবর্তী নিবন্ধহেনস্তার শিকার বদরখালী সমিতির সম্পাদক