কাল ক্বণন’র অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের কবিতা বিজয়ের আবৃত্তি’

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

বিজয় দিবস উপলক্ষে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন কাল ১৬ ডিসেম্বর বিকেল ৪ টায় চেরাগী পাহাড়স্থ আজাদী মিলনায়তনে (৪র্থ তলা) ‘মুক্তিযুদ্ধের কবিতা বিজয়ের আবৃত্তি’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। মহান মুক্তিযুদ্ধের কবিতা, গল্প ও চিঠি নিয়ে বিজয়ের পঙক্তিমালার আবৃত্তি পরিবেশন করবে ক্বণন’র আবৃত্তি শিল্পী। সকল আবৃত্তি প্রেমিককে এই অনুষ্ঠান উপভোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্র করে নির্বাচনী যাত্রাকে ব্যাহত করা যাবে না
পরবর্তী নিবন্ধজিজ্ঞাসাবাদে জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হল আনিস আলমগীরকে