বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম বিভাগীয় কর্মী সম্মেলন কাল শনিবার কাজির দেউরীস্থ ভিআইপি টাওয়ার ব্যাংকুইট প্রাঙ্গণে সকাল ১০টায় শুরু হবে। সম্মেলনে ঢাকা ও চট্টগ্রামের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় সকল জেলার নেতাকর্মীকে উপস্থিত থেকে সম্মেলনকে সফল করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কর্মী সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ চিশতী ও সদস্য সচিব হাফেজ মাওলানা মো: জাবের হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।