উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত আয়োজন ‘শরতের শুভ্র–সুন্দর অনুভূতিগুলো’ শীর্ষক অনুষ্ঠানের ৭ম পর্ব আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর এমএম আলী রোডে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এতে আলোচক থাকবেন লেখক ও সংগঠক খনরঞ্জন রায় ও উচ্চারকের শুভানুধ্যায়ী সদস্য বেলাল আহমেদ জুয়েল। অনুষ্ঠানে শরতের গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মো. মোস্তফা কামাল ও রবীন্দ্র সংগীতশিল্পী কান্তা দে। আবৃত্তি পরিবেশন করবেন জাভেদ হোসেন, শ্রাবণী দাশগুপ্তা, মশরুর হোসেন, অনন্যা চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল ও উচ্চারণ সদস্য তারানা কবির মিতু, পুস্পিতা দাশ, মো. হামিদ উদ্দীন, সম্পূর্ণা বড়ুয়া, তুলতুল চৌধুরী, কাসিফ মাহমুদ প্রমুখ। নৃত্য পরিবেশন করবেন উচ্চারক সদস্য প্রাচী চৌধুরী। বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে উচ্চারক শিশু কুঞ্জের শিশু শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উচ্চারক সভাপতি ফারুক তাহের ও সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।