ছৈয়দুল আজম হযরত হাফেজ খাজা হাকীম শাহ মোহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহ.) এর প্রধান খলিফা আল্লামা শায়খ হযরত মোহাম্মদ আবদুল জলীল শাহ (রহ.) এর ৫৬তম সালানা বার্ষিক ওরশ শাহজাদা ছৈয়দ মাওলানা মোহাম্মদ সারোয়ার আজমের সভাপতিত্বে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়ায় ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। ওরশে কর্মসূচির মধ্য রয়েছে- ১৪ মার্চ মোশায়েরা মাহফিল, ১৫ মার্চ খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আনজুমানে জলিলীয়া রহমানিয়া বাংলাদেশের সভাপতি শাহজাদা ছৈয়দ মাওলানা সারোয়ার আজম অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।