আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম নিজস্ব গ্যালারিতে আগামীকাল শুক্রবার থেকে ২২ জানুয়ারি পর্যন্ত মোরশেদ আনোয়ার চৌধুরীর একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এটি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে তাঁর আয়োজিত দ্বিতীয় একক প্রদর্শনী।
শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনী উদ্বোধন করবেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাক্রাম্প। প্রদর্শনী প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, চবি চারুকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী মোরশেদ ১৯৮৯ সাল থেকে মোট ১০টি একক প্রদর্শনী করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












