আলমগীর খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আগামীকাল শনিবার দুপুর ১২টায় আনজুমান ট্রাস্ট পরিচালিত সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ–সুপারগণকে নিয়ে আনজুমান ট্রাস্ট শিক্ষা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কার্ডধারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করতে পারবেন।
আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের শতবর্ষ পূর্তি, মাসিক তরজুমানের সুবর্ণ জয়ন্তী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রামের থানা পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শনিবার বাদে মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সকলে অংশগ্রহণ করতে পারবেন।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওলাদে রাসুল, পীর–এ–বাঙাল, সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।
বিশেষ অতিথি থাকবেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।
উল্লেখ্য, আওলাদে রাসূল, হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ১৯২৫ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি রেঙ্গুনে সর্বপ্রথম আনজুমা–এ শুরা–এ রহমানিয়া প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট তাঁর উপস্থিতিতে এটি চট্টগ্রামে পুনর্গঠিত হয়। এই সংগঠনটি ১৯৫৪ খ্রিষ্টাব্দের ২২ জানুয়ারি পুনরায় সংস্কার করে নামকরণ করা হয় আনজুমান–এ–আহমদিয়া সুন্নিয়া। ১৯৫৬ খ্রিস্টাব্দের ১৮ মার্চ এটি পুনর্গঠিত হয়ে আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া নামধারণ করে, যা একটি অরাজনৈতিক, ধর্মীয় ও জনহিতৈষী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। এটি দেশের সুন্নি মুসলমানদের জন্য অন্যতম গ্রহণযোগ্য ধর্মীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর স্বীকৃতি অর্জন করে। আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ১৮৬০ খ্রিস্টাব্দের সোসাইটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যথাযথভাবে নিবন্ধিত হয়। অপরদিকে, আওলাদে রাসূল, হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) আনজুমানের একমাত্র মুখপত্র মাসিক তরজুমান–এ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ১৩৯৬ হিজরির ২৪ জিলহজ্বে (১৬ ডিসেম্বর ১৯৭৬ খ্রি.) প্রতিষ্ঠা করেন এবং ১৩৯৭ হিজরির মুহাররম মাস থেকে (জানুয়ারি ১৯৭৭ খ্রি.) এটি প্রকাশিত হয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।