আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীনের উদ্যোগে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আগামী ১০ ও ১১ জানুয়ারি লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। এতে বিশিষ্ট ওলামায়ে কেরাম ও মোফাসসিরে কোরআনগণ তফসির পেশ করবেন। তফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে গঠিত বিভিন্ন উপ কমিটির প্রস্তুতিসভা আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বহদ্দারহাটস্থ আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রস্তুতি সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।