কাল আঞ্জুমানে আশেকানে মদিনার মাহফিল

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম উপলক্ষে আঞ্জুমানে আশেকানে মদিনার উদ্যোগে মাহফিল আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় চকবাজার জয়নগর ২নং গলিতে বাগদাদিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে গিয়ারবি শরীফ, বারবি শরীফ ও সালাতুত তাওবা নফল নামাজ আদায়। এতে উপস্থিত থাকার জন্য পীরে তরিক্বত শাহ মুহাম্মদ আবদুল হালিম অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বমঞ্চে আবার নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা : বাইডেন
পরবর্তী নিবন্ধকনকর্ড ফয়’সলেক পার্কে সান্ধ্যকালীন প্রমোশনাল অফার