রাউজান উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, রাউজান পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন এই নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উল্লেখ্য, শফিকুল ইসলাম চৌধুরী বেবী আওয়ামী লীগের দুঃসময় থেকে শুরু করে টানা ৩১ বছর সভাপতির দায়িত্ব পালন করে রাউজান উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করেন। তিনি ১৯৯৮ সালে রাউজান পৌরসভার প্রশাসক ও ২০০৪ সালে মেয়র নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হাত থেকে স্বাধীনতা পরবর্তী কৃষি ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘বঙ্গবন্ধু পুরস্কার ১৯৭৪’ পদক গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












