আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) কাল ২০ মে মঙ্গলবার সকাল ১১ টায় আইআইইউসি’র ট্রাস্ট সদস্য ও বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণে এক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। আইআইইউসি’র ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ভাইস–চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীকে উপস্থিতি থাকতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ও স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ গত ১১ মে ২০২৫ চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। সংবাদ বিজ্ঞপ্তি।











