অপ্রদর্শিত অর্থ হিসেবে বিবেচিত কালো টাকা বৈধ বা সাদা করার সুযোগ আর না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার চার দিনের মাথায় এবার প্রজ্ঞাপন করে তা বাতিল করা হয়েছে।ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে। এর কারণ হিসেবে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটি বলছে, একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য এমন সুযোগ ‘বৈষম্যমূলক’। খবর বিডিনিউজের।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, একজন নিয়মিত করদাতাকে তার আয়ের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত আয়কর প্রদান করতে হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রদেয় করের উপর আরও সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হয় বিধায় মাত্র ১৫ শতাংশ হারে কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য বৈষম্যমূলক।
আগের সরকার অর্থনীতিবিদ ও সাধারণ করদাতাদের সমালোচনার পরও চলতি অর্থবছরের বাজেটে বিনাপ্রশ্নে অপ্রদর্শিত অর্থ, নগদ টাকা এবং শেয়ারসহ যেকোন বিনিয়োগ ১৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করার সুযোগ দেয়। তবে সরকার পতনের পর দায়িত্বে আসা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নেয়। এর চার দিনের মাথায় তা বাতিল করে প্রজ্ঞাপন করা হল; যাতে বলা হয়েছে, ১৫ শতাংশ আয়কর পরিশোধ করে নগদ অর্থসহ অপরিদর্শিত সমজাতীয় পরিসম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থা সংক্রান্ত বিধান বিলুপ্তি করা হল। তবে চলতি বাজেটে কালো টাকা বিনিয়োগেরে জন্য দেওয়া আরেকটি সুযোগের বিষয়ে এ প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।