বইয়ের কালো অক্ষরে মানব সভ্যতার ইতিহাস সঞ্চিত থাকে। বই হলো অতীত–বর্তমানের সাঁকো। যেখানে আজকে দাঁড়িয়ে চর্যাপদের যুগ থেকে অনায়াসে ঘুরে আসা যায়। তেমনি স্বীয় ইতিহাস ঐতিহ্য সম্বলিত– রশীদ এনামের রচনা ‘কালের সাক্ষী পটিয়া’ গ্রন্থটি। এই বইটিতে পটিয়ার প্রাচীন থেকে বর্তমান কালের দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়, প্রাচীন বৃক্ষ, পাঠাগার, ক্লাব, নাট্যশালা, বধ্যভূমি, দিঘি, জমিদার বাড়ি, গ্রাম, লোকজ সংস্কৃতিসহ আরো তথ্য সমৃদ্ধ নানা নিদর্শন রয়েছে।
মধ্যযুগের কবি কোরেশী মাগন ঠাকুর, সাহিত্যবিশারদ, প্রীতিলতার প্রাণের শহর পটিয়া, চট্টগ্রামের সমৃদ্ধ স্থান। সুফিসাধক হজরত শাহচান্দ (আ.) থেকে শুরু করে হজরত সৈয়দ শাহ আমিরুজ্জামান(র.) ও বহু জ্ঞানী ও গুণীর পূণ্যভূমি পটিয়া। গণিতবিদ ড. আতাউল হাকিম, অর্থনীতিবিদ ড. নুরুল ইসলাম হিসাববিদ ও ইসলামিক মেনটরস প্রফেসর ড. নুরুল আলম, শিল্পী সবিহ্ উল আলম ও গিটার জাদুকর গায়ক আইয়ুব বাচ্চুসহ অনেক মনীষী পটিয়াকে সমৃদ্ধ করেছে পুরো দক্ষিণ এশিয়ায়। পটিয়ার ‘হাইদগাঁও’ প্রকৃতির অনন্য রূপের হাতছানি দেওয়া এক নাম, যেখানে আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। যেখানে এক নিমিষে সবুজে মন হারায়। শুধু হাইদগাঁও নয়। পটিয়া মেহের আঁটি গ্রামের বিটা (সাংস্কৃতি কেন্দ্র) ও সৌন্দর্যের আরেক আধার। বিটার গাছ ঘর (ট্রি হাউজ) পূর্ণচন্দ্র স্নানের এক অন্যতম স্থান, যেখানে ভরাপূর্ণিমা রাতে মাচায় বসে জীবনের এক অনন্য স্বাদ উপভোগ করা যায়। গোধূলীবেলায় আলো–আধাঁরি কাব্যে ‘মুরালী ঘাট’ পটিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতাম রসদ। মুরালী ঘাট থেকে চানখালী, বাকখালী ও শঙ্খ নদীর মোহনায় বৈঠা হাতে মাঝি যেন নদী আর নারীর গল্প বলে। যেথায় পথ হারায় প্রেয়সীরা প্রণয়ের চলে।
এছাড়াও পটিয়ার মুজাফ্ফরাবাদ গ্রামে অবস্থিত ‘বধ্যভূমি’ যেখানে ৭১–এর ইতিহাস মাটির নিচে চাপা রয়েছে। বইটি রচনাকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ২০১০ সালে বইটির পাণ্ডুলিপি দেখে লেখক রশীদ এনামের প্রতি আশীর্বাণী লিখে গেছেন। বইটির ভূমিকা লিখেছেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। প্রচ্ছদ করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ। বইয়ে প্রত্যেকটি আর্টিকেলে আলোকচিত্র শিল্পী কমল দাশের ক্যামেরায় তোলা ছবিগুলো যেন জীবন্ত ইতিহাসের কথা বলে। বইটি প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন, মূল্যা রাখা হয়েছে ৭০০ টাকা।
লেখক: কবি ও শিক্ষক।