কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি শুরু

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রোববার থেকে ২০ দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে। বাকাসস চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। এ উপলক্ষে এক সভা সংগঠনের সিনিয়র সহ-সভপতি স্বপন কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাকাসস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক উদয়ন কুমার বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও নুরুল মুহাম্মদ কাদের। বক্তব্য রাখেন প্রদীপ কুমার চৌধুরী, আলী আজম খান, সোয়েব মোহাম্মদ দুলু, সাদিয়া নুর, শফিউল আলম প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও দীর্ঘদিন বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন না হওয়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ উন্নয়ন ও আমাদের গ্রামীণ সংস্কৃতি
পরবর্তী নিবন্ধডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই