কালুরঘাট সেতু পুনঃনির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মুক্তিযোদ্ধা সংসদের বিবৃতি

| রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতু পুনঃনির্মাণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সম্প্রতি গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত। পণ্য পরিবহন বিশেষ করে চরম সংকটাপন্ন রোগী যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ আজ দিশেহারা। ব্রিটিশ আমলে নির্মিত এই প্রাচীন সেতু কয়েক বছর আগে ফাটল সৃষ্টি হওয়ায় কিছুটা সংস্কার করা হলেও এখনো মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। যে কোন সময় এই সেতুতে আবার ফাটল সৃষ্টি হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পর্যটন নগরী কক্সবাজারের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। তাছাড়াও মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং এনার্জি হাব স্থাপনের ফলে কর্ণফুলী নদীর উপর এই সেতুটিই রেল ও সড়কপথের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা এই বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে দ্রুততম সময়ে কাজে লাগাতে কালুরঘাট সেতুটি রেল ও সড়ক যোগাযোগের জন্য দ্রুত পুনঃনির্মাণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মহিউদ্দিন আহমেদ রাশেদ, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, সাবেক ডেপুটি কমান্ডার আহমদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ হ ম নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহ নিশ্চিত করতে সুজনের অনুরোধ
পরবর্তী নিবন্ধমোস্তফা-হাকিমের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ