অর্থবছর শেষে ১১ মন্ত্রণালয় ও বিভাগের ৩৪টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব ক্রয় প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৫৬৫ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। খবর বাংলানিউজের।
বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন। তিনি বলেন, ক্রয়ের প্রস্তাবগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের নয়টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নয়টি, কৃষি মন্ত্রণালয়ের চারটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি, সেতু বিভাগের একটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।
বৈঠকে কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স। এতে ব্যয় হবে ৮৮১ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৮৫৭ টাকা।