কালুরঘাট সেতু করার কথা বলে আ. লীগ আমাদের ধোঁকা দিয়েছে

বোয়ালখালীতে বিএনপির আলোচনা সভায় এরশাদ উল্লাহ্‌

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ্‌ বলেন, প্রাণের দাবি কালুরঘাট সেতু নিয়ে আওয়ামী লীগ সরকার বোয়ালখালীবাসীকে বিগত ১৫ বছর ধোঁকা দিয়েছে। বিএনপির পক্ষ হতে ত্বরিৎ গতিতে যাতে সেতুর কাজ শুরু হয় সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তদারকি করা হবে।

গতকাল শনিবার বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। নেতাকর্মীরা আপনারা তাদের খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেন। ১৫ বছরে লুণ্ঠিত সুষ্ঠু ভোটের ইতিহাসকে ফিরিয়ে আনাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই।

যারা গণতন্ত্র, অর্থনীতি লুটপাট করেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে এরশাদ উল্লাহ বলেন, আওয়ালমী লীগ সরকার থাকাবস্থায় যারা গায়েবী মামলা দিয়ে নেতা কর্মীদের হয়রানি করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলম শওকতের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আজিজুল হক চেয়ারম্যান, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি কাউন্সিলর আজম উদ্দিন, বায়েজিদ থানা বিএনপি নেতা মো. ইসমাইল হোসাইন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডা. মহসীন খান তরুন, মো. আবু আকতার, আবুল হাশেম, জাগের হোসেন, এস.এম জামাল উদ্দীন, মো. সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন সিকদার, এডভোকেট শামসুদ্দীন চৌধুরী, শফিকুল ইসলাম শাহীন, এম.এন করিম, জসিম উদ্দীন, মো. খালেদ, নাছের উদ্দীন, মো. সোহেল মিয়াজী, মো. রফিক, কফিল উদ্দীন চৌধুরী, আকরাম হোসেন দুলাল, মিজানুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে পার্থ সারথী গীতা শিক্ষা নিকেতনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধফেনীতে বন্যায় গৃহহারা মানুষের পাশে আমরা একুশ