কালুরঘাট সেতুর ওপর দাঁড়িয়ে গেল কক্সবাজারগামী ট্রেন

ঘণ্টাব্যাপী যানজট, দুর্ভোগ

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

চেইন টানার ঘটনায় কালুরঘাট সেতুর ওপর দাঁড়িয়ে যায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে প্রায় এক ঘণ্টা সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও সাধারণ মানুষ। গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে কালুরঘাট সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, হঠাৎ করেই ট্রেনটি সেতুর ওপর থেমে যায়। কে বা কারা চেইন টেনেছে, সে বিষয়ে তারা কিছুই বুঝতে পারেননি। গুরুত্বপূর্ণ একটি সেতুর ওপর অহেতুক চেইন টেনে যাত্রী ও সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার ঘটনায় দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে জান আলীহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, দুপুর পৌনে ১টার দিকে কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের কোনো এক যাত্রী ভুলবশত জরুরি চেইন টেনে ফেলেন। ফলে ট্রেনটি পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে গিয়ে সেতুর ওপরই দাঁড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, প্রায় ২০ মিনিট পর জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ট্রেনটি হঠাৎ সেতুর ওপর দাঁড়িয়ে পড়ায় সেতুর উভয় পাশে যানজট দীর্ঘ হতে থাকে এবং এ সময় জনসাধারণ ভোগান্তিতে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
পরবর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতে প্রবেশ নিষিদ্ধ বন্ধ থাকবে বার ও মদের দোকান