চট্টগ্রাম কালুরঘাট সেতুর উপর একটি প্রাইভেটকারেরর এক্সেল ভেঙ্গে যাওয়ায় সেতুর দুই দিকে প্রায় দুই ঘণ্টা গাড়ি আটকে ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ।
আজ (৩ এপ্রিল) বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। এতে দুই দিকে শত শত গাড়ি আটকে যায়। পরে ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হয় বলে জানান কালুরঘাট সেতুর টোল আদায় কর্তৃপক্ষ।
যাত্রীরা বলেন, পশ্চিম দিক থেকে আসা একটি প্রাইভেটকারের এক্সেল ভেঙ্গে যাওয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়। কবে যে এসব ভোগান্তি থেকে রেহায় পাবো জানিনা।
গাড়ির চালকরা বলেন, সেতুর উপর থেকে সব গাড়ি পিছন দিয়ে ব্যাক করে আবার ফেরিতে উঠতে হচ্ছে। দীর্ঘ জ্যাম হওয়ার কারণে ফেরিতে উঠতেও সময় লাগছে। তীব্র গরম আর জ্যামের কারণে যাত্রীরা অস্বস্তিবোধ করছিল।
কালুরঘাট সেতুর টোল কর্তৃপক্ষ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে গাড়িটি সেতুর উপর নষ্ট হয়। আমার দুই ঘণ্টার মধ্যে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি। বর্তমানে সেতুর উপর দিয়ে গাড়ি পারাপার হচ্ছে।