কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পেয়ে মো. নাছির (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগের দিন মঙ্গলবার বিকেলে কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান নাছির। এ সময় গরুবাহী ট্রাকে সেতু পার হচ্ছিলেন তিনি। নাছির বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের পিতা।
নাছিরের ছোট ভাই গিয়াস উদ্দিন জানান, কোরবান উপলক্ষে খাগড়াছড়ি থেকে বিক্রির জন্য গরু নিয়ে বোয়ালখালী আসছিলেন বড় ভাই। সেতু পার হওয়ার সময় একটি গরু লাফালাফি করায় সেটিকে সামাল দিতে ট্রাকে দাঁড়ালে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
উল্লেখ্য, এ বছরের ৬ মার্চ এ সেতুর উভয় পাড়ে দুটি উচ্চতা প্রতিবন্ধক স্থাপন করে দেয় রেলওয়ে। সেই থেকে প্রায় প্রতিদিনই সেখানে একটা–দুইটা দুর্ঘটনা লেগে আছে।