জোয়ারের পানিতে কালুরঘাট এপ্রোচ সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি যাত্রীদের দুর্ভোগ লেগেই আছে। বিশেষ করে নারী–শিশু ও রোগীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। খবর নিয়ে জানা যায়, বোয়ালখালী থেকে অ্যাম্বুলেন্স নিয়ে কোন রোগীকে শহরে হাসপাতালে আনতে গেলে একদিকে ফেরির দীর্ঘ যানজটে পড়তে হয়, অপরদিকে বেশি জোয়ার থাকলে এপ্রোচ সড়ক ডুবে গেলে ফেরি বন্ধ থাকে। ফেরির এপ্রোচ সড়ক ডুবে যাওয়ায় রোগীদের প্রতিদিনই অমানবিক ভোগান্তিতে পড়তে হয় বলে জানান বোয়ালখালী অংশের বাসিন্দা মুজাহিদুল ইসলাম।
সরেজমিনে গতকাল দুপুর দেড়টায় কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে গিয়ে দেখা যায়, জোয়ারের কারণে ফেরির সংযোগ সড়কটি প্রায় ডুবে আছে। এসময় দেখা হয় বোয়ালখালীর গোমদন্ডীর বাসিন্দা এইচএসসি শিক্ষাথী শহীদুল ইসলামের সাথে। সে অ্যাম্বুলেন্সে করে তার অসুস্থ পিতাকে শহরে ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু ফেরিতে এসে আটকে আছে এক ঘণ্টা ধরে।
শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে আব্বা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে অ্যাম্বুলেন্সে করে শহরে আনার জন্য বের হলে ফেরির জন্য আটকে আছি অনেকক্ষণ। নদীতে জোয়ারের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ সময় আটকে আছি। এই দুর্ভোগ আমাদের বোয়ালখালীবাসীর কবে শেষ হবে কেউ জানে না। কালুরঘাট সেতুর ব্যাপারে কারো কোন উদ্যোগ নেই। প্রতিদিন জোয়ারের পানিতে সংযোগ সড়কটি ডুবে যাওয়ায় সিএনজি, ম্যাঙ্মিা–মোটর সাইকেল নষ্ট হয়ে পানিতে আটকা পড়ে। অনেককেই দেখা যায় এসব গাড়ি ঠেলে উপরে তুলতে। ফেরিতে উঠার সড়কটি প্রথমদিন থেকেই জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে।