কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিলের দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কালুরঘাট সেতু প্রাঙ্গণে ‘বোয়ালখালীর সর্বস্তরের জনগণের’ ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় বক্তারা বলেন, মনছুর আলম পাপ্পি ক্ষমতার প্রভাব খাটিয়ে কালুরঘাট ফেরির ইজারা নেন। ৫ আগস্টের পর থেকে সে পলাতক হলেও ফেরিঘাট তার দখলে থেকে যায়। তার অনুসারিরা চাঁদাবাজি করে ছাত্রদল, যুবদলের নামে চালিয়ে দেয়। আমরা অতি শীঘ্রই তার দখলে থাকা ফেরিঘাটের ইজারা বাতিল চাই, অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সেলিম মীর ইলিয়াছ, জাহেদ শাহরিয়ার, মো. সাজ্জাদ, শাহাদাত হোসেন জিকু, জাহাঙ্গীর আলম পারভেজ, মো. নাহিদ, মো. আজগর ও মো. আদনান প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ফেরিঘাট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফেরিঘাট এসে শেষ হয়।