নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাই মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার এ ঘটনা ঘটে। এসময় নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
আটক মো. আনিসুর রহমান (২৮) চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ফাজিলখারহাট এলাকার দৌলতপুর বাড়ির মো. নুর হোসেনের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে চোলাই মদ বিক্রয় করে আসছিল আনিস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালুরঘাটের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ ও একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।