কালুরঘাটে রেল-কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ১৪ মে বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্মারকের ফলক উন্মোচন করেন তিনি। এসময় তিনি বলেন, কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। আজ এখানে বোয়ালখালীর বাসিন্দাও উপস্থিত আছেন। কালুরঘাট সেতু তাদের বহুল আকাঙ্ক্ষিত। এতে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। ২০২৬ সালের শুরুর দিকে নতুন সেতুর কাজ শুরু হয়ে ২০৩০ সালে সেতু দিয়ে যান চলাচল শুরুর কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০০ কোটি টাকার প্রকল্প আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হবে আইকনিক
পরবর্তী নিবন্ধচলে গেলেন ওসমান হাদি