কালুরঘাটে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় লিগ্যাসি ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় বেতনের দাবিতে আন্দোলন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। সকাল থেকেই তারা কাজে যোগ না দিয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় আন্দোলনকারীরা স্থানীয় রাস্তাটিতে গাড়ি চলাচলে বাধা দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে জানুয়ারি মাসের বকেয়া বেতন নিয়ে দেওয়ার ব্যবস্থা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া আজাদীকে বলেন, শ্রমিকরা দুই মাসের বেতনের দাবিতে আন্দোলন করছিলেন। আমরা জানতে পেরেছি তাদের জানুয়ারি মাসের বেতনই বকেয়া ছিল। আর ফেব্রুয়ারি মাসতো শেষ হচ্ছে আজ (রোববার)। আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানুয়ারি মাসের বেতন নিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। পরে শ্রমিকরা শান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি হাসপাতালের ফি বেঁধে দেবে সরকার
পরবর্তী নিবন্ধইউনেস্কো ক্লাবের একুশ উদযাপন