ঈদের আগে বেতন–বোনাস ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
‘ভোগ্যপণ্যের অনিয়ন্ত্রিত বাজার, লোডশেডিং, বাড়তি পরিষেবা বিলের বিরুদ্ধে জোট বাঁধো শ্লোগানে সংগঠনের কালুরঘাট শাখার আহ্বায়ক মো. সাইফুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা হাসান মারুফ রুমী, ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতা মীর্জা আবুল বশর, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদ শিমুল, কেন্দ্রীয় সদস্য চট্টগ্রাম জেলা সম্পাদক মো. সোহাগ, রয়েল মার্মা, কালুরঘাট অঞ্চলের সংগঠক মো. সাত্তার, ইপিজেড শ্রমিক অঞ্চলের সংগঠক লোকমান হোসেন জনি প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে বিশ্বের ২য় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানির দেশ বলা হলেও ভয়াবহ মজুরি নিপীড়ন ও বৈষম্য চলমান আছে। এদেশে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। যার কারণে টেকসই ব্যবস্থাপনা ও শ্রমবান্ধব পরিবেশও গড়ে ওঠেনি। দেশের অধিকাংশ গার্মেন্ট সংগঠনের পক্ষে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি তোলা হলেও সেটি মানা হচ্ছে না। পুষ্টিহীনভাবে কোনো রকমে বেঁচে থাকা শ্রমিকের কাঁধে বর্তমানে যুক্ত হয়েছে লাগামছাড়া বাজার ও গ্যাস–বিদ্যুৎ সংকট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া বৃদ্ধি এবং সকল নিত্যপণ্যের দাম বেড়েছে। যদিও শ্রমিকের মূল বেতন ৪ হাজার ১০০ এবং ন্যূনতম মোট মজুরি ৪০০০ টাকা কোনোভাবেই মেনে নেয়া যায় না।