কালুরঘাটে আগামী মাসেই ফেরি চলবে

সেতু মেরামত কার্যক্রম পরিদর্শনে ফজলে করিম

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

আগামী মাসের প্রথমদিকে কালুরঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নদীতে তিনটি ফেরি রয়েছে। দুটি ফেরি নদীর দুপাশ থেকে চলবে। ফেরি চালু হয়ে গেলে সেতুর কাজ শুরু হবে। মেরামতের পর সেতুটা শক্তিশালী হবে। গতকাল বুধবার দুপুরে সেতু মেরামত এবং ফেরি সার্ভিস চালুর কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

তিনি বলেন, একটি ফেরি রিজার্ভ থাকবে। ফেরি সার্ভিস চালু হলে কালুরঘাট সেতুর উভয় পাশের যানজট স্বাভাবিক হবে। ফজলে করিম চৌধুরী বলেন, এ ফেরি সার্ভিস নতুন সেতু না হওয়া পর্যন্ত চালু থাকবে। সেতু মেরামতের কাজটা শেষ হয়ে গেলে ট্রেন চলাচল শুরু হবে। এখন যে সেতুটি রয়েছে সেটি দিয়েই কক্সবাজার রুটের ট্রেন চলাচল করতে পারবে।

তিনি বলেন, ফেরি চালু হয়ে গেলে আমরা সেতুর কাজ ধরবো। মেরামতের পর সেতুটা অনেক শক্তিশালী হবে। আগামী বছরের শুরুর দিকে কাজ আরম্ভ হবে। কক্সবাজার লাইনে যে ট্রেনগুলো চলবে সেগুলোর ইঞ্জিন ওজনে একটু বেশি হবে। তাই কালুরঘাট সেতুতে এলেই গতি কমিয়ে চলাচল করবে।

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। জাহাঙ্গীর আলম বলেন, মাঠ পর্যায়ে কাজ শেষ করে প্রাথমিক প্রতিবেদন আমাদের কাছে দিয়েছে, সেটি আমরা দেখেছি। তাদের স্টাডি শেষ পর্যায়ে। পূর্ণাঙ্গ প্রতিবেদন দিলেই আমরা কাজ শুরু করব।

পূর্ববর্তী নিবন্ধসাক্ষী ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার