কালুরঘাটের ডায়নামিক ডাইংয়ের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পরিবেশ দূষণের দায়ে নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকার ডায়নামিক ডাইং এন্ড ওয়াশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, বিটিসিএলের কর্মকর্তা ও চান্দগাঁও থানা পুলিশের একটি টিম।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা হিল্লোল বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানটিকে বারবার তাগাদা দেওয়া সত্বেও ইটিপি (বর্জ পরিশোধনাগার) স্থাপন করেনি। বেশ কয়েকবার নির্দেশনা দেওয়া হলেও সেসব বাস্তবায়ন করেনি। এসব কারণে নতুন করে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় দফায় বাড়ল হজ নিবন্ধনের সময়
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক