বৃহত্তর কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে ১ নং কালীরবাজার ইউনিয়ন অন্যতম। বেশ কিছু গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের রয়েছে অন্যতম গুরুত্ব। লালমাই দক্ষিণ কাছার, উজিরপুর, ধনুয়াইশ, ফেনুয়া, জাঙ্গালিয়া শাকতলা এই গ্রামগুলো নিয়ে গঠিত কালীরবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড। একটি রাস্তা এই কয়েকটি গ্রামকে সংযোগ করে। এই রাস্তাটি হাতিগাড়া থেকে শুরু হয়ে উজিরপুর এসে ত্রিরাস্তার মোড় সৃষ্টি করে যা ধনুয়াইশ–ফেনুয়া, জাঙ্গালিয়া–শাকতলার সাথে সংযোগ স্থাপন করে। চাকরিজীবী, শ্রমজীবী, শিক্ষার্থীরাও তাদের গন্তব্যে যেতে এই রাস্তা ব্যবহার করতে হয়। এছাড়াও দৈনন্দিন কাজসহ এলাকার মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য–সামগ্রীর জন্য বাজারমুখী হতে হয়। তাই এই রাস্তাটি সাধারণ মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না করায় এই অঞ্চলের রাস্তাগুলোর নাজেহাল অবস্থা। যার ফলে বিঘ্নিত হচ্ছে এলাকার মানুষদের দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা। রাস্তা পারাপারে প্রতিনিয়ত মানুষদের পোহাতে হয় চরম ভোগান্তি। রাস্তার অত্যন্ত বাজে অবস্থার জন্য কর্মজীবী মানুষরা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে খুবই স্পর্শকাতর বিষয় হলো গর্ভবতী মহিলাদের জন্য এই রাস্তা চরম ঝুঁকিপূর্ণ। যথাসময়ে হাসপাতাল পৌঁছাতে না পারলে ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা। উপরোক্ত সার্বিক দিক বিবেচনায় জনমানুষের পক্ষ হয়ে রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবী জানাচ্ছি এবং শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
ওমর ফারুক ইমন
শিক্ষার্থী,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।