কালীপুরে দুস্থদের মাঝে চাল বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলমের উদ্যোগে কয়েকশত গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। গত বুধবার নিজ অর্থায়নে এ চাল বিতরণকালে শাহাদত আলম বলেন, বর্তমান আওয়ামী লীগের জনবান্ধব সরকারের লক্ষ্য হচ্ছে এদেশের কোন মানুষ অনাহারে ও গৃহহীন থাকবে না। সে ধারাবাহিকতা বজায় রাখতে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নির্দেশনায় বাঁশখালীর সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ সময় ইউপি সদস্য সানন্দ রুদ্র, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আ ন ম ফরহাদুল আলম, মো. আলা উদ্দিন, মো. নোমান, বখতিয়ার, মো. রাসেল, মো. জসীম, রিপন ভট্টাচার্য, মো. আমিন, মো. মেহেরাজ, মো. ফরমান উল্লাহ, মো. রিয়াদ, মো. ওয়াহিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এম এ আলীমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবৈশ্বিক মহামারিতে মানবিক সহায়তাদানের প্রস্তুতি