বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী হাইস্কুল সড়কের ১ কোটি ১৫ লক্ষ কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে কার্পেটিং কাজ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এ উপলক্ষে গত সোমবার বিকালে উদ্বোধনী সভা কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। অতিথি ছিলেন প্রধান শিক্ষক কৃঞ্চ প্রসাদ সেন, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম, আজিজুল হক, প্রদীপ কুমার গুহ, শোভা রাণী ধর, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, অলক দাশ, ইবনে সবুর, রাকিবুল আলম সৌরভ, নন্দন শীল, রিপন ভট্টাচার্য প্রমুখ। শিক্ষক বিভাষ গুহের সঞ্চালনায় এ সময় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে প্রিয়ান্তী দত্ত।












