বাঁশখালীর কালীপুর ইউনিয়নে এক অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোকদন্ডীতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মিলন দেব, বাদল কান্তি দেব ও সুমন দেবের বাড়ি পুড়ে যায়।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গতকাল সকাল ১০টার দিকে বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়লে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা আসার আগেই স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে যায় বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, তারই প্রেক্ষিতে নির্দেশনা অনুসারে তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানান।কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ইউনিয়নের কোকদন্ডী অগ্নিকাণ্ডে মিলন দেব, বাদল কান্তি দেব ও সুমন দেবের বাড়ির ঘটনাস্থলে গিয়ে দেখি ৩ ভাইয়ের গোদাম ঘরের সব মালামাল যায়। পরিষদের পক্ষ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা প্রশাসনের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।