কালিদাশ চক্রবর্তী

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী নিবাসী দক্ষিণেশ্বর কালী মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত কালি দাশ চক্রবর্তী (৭৮) গতকাল শনিবার বেলা সোয়া ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, পুত্রবধূ, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বিকাল ৫টায় গ্রামের বাড়ির সামাজিক শ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। পণ্ডিত কালিদাশ চক্রবর্তীর মৃত্যুতে শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির, শ্রীশ্রী ১০৮ শিবরাজগিরি নাগাবাবার সমাধি ধাম, ভবানী ভবন মাতৃমন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন গভীর শোক প্রকাশ করেছন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর জাফরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসাইফুল ইসলাম