আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা ও বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সাবের আহম্মেদের পিতা হাজী কালা মিয়া সওদাগর (৯০) গতকাল সোমবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুম কালা মিয়া সওদাগরের মৃত্যুতে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন গফুর, আওয়ামী লীগ নেতা নুরুল আনোয়ার, সাংবাদিক নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম গভীর শোক প্রকাশ করেন।