মহেশখালীর প্রবেশদ্বার চালিয়াতলী, বড়ুয়াপাড়া, উত্তর নলবিলায় সন্ধ্যা হলেই নেমে আসে মাহফুজুর রহমান প্রকাশ চোরা মনুর রাজত্ব। তার চুরি ও মাদক কারবারে অতিষ্ঠ মানুষ, রয়েছেন নিরাপত্তাহীনতায়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত উত্তর নলবিলা বড়ুয়া পাড়ার এক বাড়ি থেকে তিনটি মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে মনু ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। ভুক্তভোগী রিকানন্দ বড়ুয়া জানান, রাতে ওই বাড়িতে ঢুকে দুটি স্মার্টফোন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ওয়াচসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে।
স্থানীয় একাধিক ভুক্তভোগী জানান, মনু ও তার সিন্ডিকেটের কয়েকজনের চুরিতে অতিষ্ঠ তিন এলাকার শত-শত পরিবার। সন্ধ্যা নামলেই চালিয়াতলীর বড়ুয়া পাড়ার গলিতে মাদক বেচাকেনা এবং বিভিন্ন বাড়ি-ঘর, দোকান, সড়কের উন্নয়ন কাজের জিনিসপত্র চুরি করে তারা। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, মাদক ও চুরির মামলা রয়েছে। ইতিপূর্বে মনু সাড়ে ৯’শ পিস ইয়াবাসহ আটক হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়। সংঘবদ্ধ এই চোর চক্র একপ্রকার মানুষকে জিম্মি করে রেখেছে বলে জানায় ভুক্তভোগীরা।
এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, বাড়িতে চুরির বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা মহেশখালীতে চুরি-ডাকাতিসহ নানা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মহেশখালী থানা পুলিশ।