কালামিয়া বাজারে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ১১৮ নং পূর্ব বাকলিয়া শাখার উদ্যোগে পূর্ব বাকলিয়া কালামিয়া বাজার হাজী আমেনা খাতুন জামে মসজিদে গত শুক্রবার এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ ইউনুস কোম্পানির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মান্নান আশরাফি, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হাসান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, ষড়রিপুর কারণে মানুষ অসৎচিন্তা ও কুকর্মে ধাবিত হয়। আল্লাহর শোকরিয়া না করে বরং আরও অধিক সম্পদ আহরণের নেশায় মানুষ অন্যায় ও অসৎ পথে অর্থ উপার্জনে মত্ত হয়ে ওঠে। আর এক্ষেত্রে শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক গাউছুল আজম প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারের তাওয়াজ্জুর ব্যবস্থাপনায় নূরে মুহাম্মদীর জ্যোতিতে অর্জিত হয় শোকর ও সবর। এসব গুণে গুণান্বিত মানুষেরা হয়ে ওঠে নির্লোভ, মহৎপ্রাণ এবং সর্বদা আল্লাহর দয়া ও করুণার মুখাপেক্ষি। শেষে দেশজাতির উন্নতিঅগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদকিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাংবিধানিক সরকার মেনে নেয়া হবে না
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের বুধবারের সভা স্থগিত