কালামিয়া বাজারের মালাই ফুডকে চার লাখ টাকা জরিমানা

চসিকের ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৯:৩৯ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর, নােংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদন করা এবং কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় নগরের বাকলিয়া কালামিয়া বাজার এলাকাযর ‘মালাই ফুড’ কে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহষ্পতিবার (৭ এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

একই অভিযানে চান্দগাঁও থানার খাজা রােডের চৌধুরী স্কুল সংলগ্ন ‘ফেমাস’ নামে একটি ভেজাল ঘি তৈরী কারখানা সীল গালা করে বন্ধ করে দেওয়া হয়।

কালামিয়া বাজারে নিত্যপণ্যের বাজারদর তদারকি ও মূল্য তালিকা যাচাই করে একই আদালত। এসময় বিভিন্ন দোকান থেকে নগরীতে নিষিদ্ধ ঘােষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয় বলে দৈনিক আজাদীকে জানান ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধভুজপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার