কালভার্ট ধসে পড়ে আছে বছরের পর বছর, চলাচলে ঝুঁকি

রাঙ্গুনিয়ার ইসলামপুর

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি কালভার্ট ধসে গেছে। ভারী বৃষ্টিতে এটি ধসে যাওয়ার কয়েক বছর পার হলেও সংস্কার কিংবা নতুন করে করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। এতে ভাঙা এই কালভার্ট দিয়ে চলাচল করছে স্থানীয় হাজার হাজার বাসিন্দা। সরেজমিনে দেখা যায়, ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদিউদ্দিন তালুকদার বাড়ি সড়ক ও গলাচিপা সড়ককে সংযুক্ত করেছে কালভার্টটি। এটি দিয়ে এতদ অঞ্চলের হাজার হাজার মানুষ চলাচল করেন। এমনকি এই কালভার্ট দিয়েই মানুষ ওয়ার্ডটির বৃহত্তর ধর্মঘোদা সড়ক পথে যান। দীর্ঘদিন ভাঙা বিধ্বস্ত কালভার্টটি সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। ঝুঁকি নিয়ে ও বাধ্য হয়ে এটির উপর দিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ। মো. আলমগীর নামে এক ব্যক্তি বলেন, কালভার্টটি ধসে গেছে কয়েক বছর হয়। একদিকে ধেবে নিচের দিকে পড়ে কোনরকম আটকে রয়েছে। এখানে নতুন কালভার্ট করা জরুরি হয়ে পড়েছে। মো. নবীর হোসেন বলেন, বিভিন্ন সময় দায়িত্বশীলরা এসে দেখে যান, নতুন কালভার্ট করে দেবেন বলে আশ্বাসও দেন দীর্ঘদিন ধরে। তবুও কালভার্টটি হচ্ছে না। তাই বাধ্য হয়ে বাসিন্দারা ঝুঁকি আছে যেনেও এটির উপর দিয়ে চলাচল করছেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম নুরু জানান, কালভার্টটি ধসে যাওয়ায় এলাকার বাসিন্দারা খুব কষ্টে আছেন। এটি নতুন করে করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন দেয়া হয়েছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে নানা রংয়ের তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
পরবর্তী নিবন্ধএবার বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগ দাবি