কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের ৫ম ইসলামিক কনফারেন্স

বৈদেশিক আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

নগরীর জমিয়তুল ফালাহ্‌ জামে মসজিদ প্রাঙ্গণে কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের (সিএফসি) উদ্যোগে ৫ম বারের মতো অনুষ্ঠিত হলো ইসলামিক কনফারেন্স। ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে গতকাল বুধবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে বক্তব্য রাখেন ড. আবু বক্কর মুহাম্মদ জাকারিয়া, শায়েখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ, . ইমাম হোসাইন, . আহমাদ আবদুল্লাহ সাকিব, উস্তাজ ওয়াসিউজ্জামান, উস্তাজ সাবিকুল ইসলাম ও উস্তাজ আবদুর রহীম বিন আবদুর রাজ্জাক।

আলোচকগণ কুরআন ও হাদীসের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা আমাদের তরুণ প্রজন্মসহ গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যাতে সাংস্কৃতিক ফিতনা ও বৈদেশিক আগ্রাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখা যায়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের সেক্রেটারি জেনারেল তসলিম বিন সাইফুল। প্রধান পৃষ্ঠপোষক ছিল ব্রাউনব্রিক আইটি, সার্বিক সহযোগিতায় ছিল বিন আমি ট্রাভেলস ও তায়েফ হজ্ব ট্রাভেলস। অনুষ্ঠানে চট্টগ্রাম ছাড়াও ঢাকা এবং রাজশাহীর অনেক দ্বীনী বই প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের অর্থ দিয়ে গঠিত হয় এই ফান্ড
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবক নিহত