কার ভক্ত তিনি?

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনেকেই আছেন। সাই পল্লবী সেই তালিকায় ব্যতিক্রম একটি নাম। বলা হয়, এই অভিনেত্রী সাধারণ হয়েও অসাধারণ! অভিনয় গুণে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু এই অভিনেত্রী কার ভক্ত অনেকেরই তা অজানা।
সমপ্রতি এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার ভক্ত তিনি। ছোটবেলা থেকেই এই অভিনেতাকে পছন্দ করেন। তার সিনেমা দেখে বড় হয়েছেন। এমনকি বিবাহিত হলেও ছোটবেলা থেকেই সুরিয়া তার ক্রাশ।
তামিল ভাষার ‘এনজিকে’ সিনেমায় সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন সাই। তিনি জানান, শুটিংয়ের পাশাপাশি তিনি সবসময় গভীরভাবে সুরিয়াকে পর্যবেক্ষণ করতেন। এই অভিনেতাও তাকে শুটিংয়ের সময় অভয় দিতেন। সাই পল্লবীকে পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত টেক বন্ধ করতে নিষেধ করতেন। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার সিনেমা ‘এনজিকে’। এতে একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেন সুরিয়া। শিবারাঘবন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে ড্রিম ওয়ারিয়র পিকচার্স। ২০১৯ সালে মুক্তি পায় এটি। মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সাই পল্লবী। পরবর্তী সময়ে ‘কালি’, ‘ফিদা’, ‘মারি-টু’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ কেন বধূবেশে
পরবর্তী নিবন্ধগল্পটি যেভাবে শুরু