কার্ল মার্ক্স : সমাজতান্ত্রিক বিপ্লবী

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কার্ল মার্ক্স (১৮১৮১৮৮৩)। জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী। কার্ল মার্ক্স ১৮১৮ সালে জার্মানির ট্রিয়র শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কার্ল হাইনরিশ মার্ক্স। মার্ক্সের বয়স যখন মাত্র ৬ বছর তখন তার পুরো পরিবারই খ্রিস্টধর্ম গ্রহণ করে। কার্ল মার্ক্স ১৩ বছর বয়স পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করেন। বাল্যপাঠ শেষে ট্রায়ার জিমনেসিয়াম এ ভর্তি হন। ১৭ বছর বয়সে সেখান থেকে স্নাতক হন।

এরপর ইউনিভার্সিটি অফ বনএ আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। তার ইচ্ছা ছিল সাহিত্য ও দর্শন নিয়ে পড়া, কিন্তু তার বাবা মনে করতেন কার্ল স্কলার হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে না। বন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে মার্ক্স দেনায় জর্জরিত হয়ে পড়েন। মদ্যপান এবং দ্বন্দ্বকলহে লিপ্ত হওয়ার কারণে তাকে হাজতবাসও করতে হয়। ইচ্ছা ছিল, একজন নাট্য সমালোচক হবেন। কার্লের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে তার পিতা তাকে কঠিন অনুশাসনের বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে দেন। সেখানে তিনি ভিড়ে যান একদল ‘তরুণ হেগেলিয়ান’দের সংশয়বাদে বিশ্বাসী দলে। কিছুদিনের মধ্যেই তার বাবা তাকে বার্লিনের হামবোল্টইউনিভার্সিটি এ বদলি করিয়ে দেন। সে সময় মার্ক্স জীবন নিয়ে কবিতা ও প্রবন্ধ লিখতেন, তার লেখার ভাষা ছিল বাবার কাছ থেকে পাওয়া ধর্মতাত্ত্বিক তথা অতিবর্তী ঈশ্বরবাদের ভাষা। এ সময়ই তরুণ হেগেলিয়ানদের নাস্তিকতাবাদ গ্রহণ করেন। ১৮৪১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পরবর্তীতে শ্রেণী ব্যবস্থা এবং ব্যক্তিগত সম্পত্তিতে কমিউনিস্ট পাটিতে যোগ দেন। কার্ল মার্ক্স ছিলেন পুঁজিবাদের কট্টর সমালোচক ছিলেন। তিনি পুঁজিবাদের উপরে প্রচুর বই এবং প্রবন্ধ লিখেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেক্রিটিক অব হেগেল’স ফিলসফি অব রাইট (১৮৪৩), ইকোনমিক অ্যান্ড ফিলসফিক ম্যানাসক্রিপ্টস (১৮৪৪), দ্য হলি ফ্যামিলি (১৮৪৫), থিসিস অন ফয়েরবাক (১৮৪৫), দ্য জার্মান ইডিওলজি (১৮৪৫), দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো (১৮৪৮), ক্রিটিক অব দ্য গোথা প্রোগ্রাম (১৮৭৫), দ্য ভেরি লং ক্যাপিটাল (১৮৬৭৯৪), তার লেখায় ‘পুঁজিবাদী সমাজ ব্যবস্থা’ নিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সমস্যা উঠে এসেছে। ১৮৮৩ সালের ১৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধচবিতে টিএসসি নির্মাণ চাই