গাড়িনির্মাতা কোম্পানি নিশানের সাবেক প্রধান কার্লোস ঘোনকে জাপান থেকে পালাতে সহযোগিতা করায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সাবেক সদস্য মাইকেল টেইলর এবং তার ছেলে পিটার টেইলরকে কারাদণ্ড দিয়েছে টোকিওর একটি আদালত। খবর বিডিনিউজের।
একটি বাদ্যযন্ত্রের বাঙের ভেতরে লুকিয়ে কার্লোস ঘোনের সাড়া জাগানো সেই পলায়নপর্বের দেড় বছর পর জাপানের আদালতে এই প্রথম কোনো রায় এল। রয়টার্স জানিয়েছে, মাইকেল টেইলরকে দুই বছরের সারা দিয়েছে আদালত। আর তার ছেলে পিটারের হয়েছে এক বছর আট মাসের কারাদণ্ড।
টোকিওর ওই আদালতের প্রধান বিচারক হিদেও নিরেই তার রায়ে বলেন, ঘোনের মত একজন গুরুতর অপরাধীকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এই আসামিরা। দেড় বছর পার হয়ে গেছে। এখনও ঘোনের বিচার শুরু করা যায়নি।
মাইকেল টেইলর ও তার ছেলে পিটার টেইলর বাদকের বেশে বিমানে তুলে দিয়েছিলেন বাঙবন্দি কার্লোস ঘোনকে। মাইকেল টেইলর ও তার ছেলে পিটার টেইলর বাদকের বেশে বিমানে তুলে দিয়েছিলেন বাঙবন্দি কার্লোস ঘোনকে।
জাপানের আইনে এই বাবা-ছেলের সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারত। তবে তারা গতমাসে আদালতের কাছে অপরাধ স্বীকার করে নেন এবং অশ্রুচোখে ক্ষমা প্রার্থনা করে বলেন, ঘোনকে পালাতে সাহায্য করে এখন তারা অনুতপ্ত।












