কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপের বিষয়ে নগর আ. লীগের বক্তব্য

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৩০ পূর্বাহ্ণ

বুধবার দিবাগত রাতে দারুল ফজল মার্কেটের কার্যালয়ের পেছনে নালার উপর অবৈধভাবে নির্মিত দোকানকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জানালার গ্লাস ভেঙে যায়। তবে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের সাথে কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে মহানগর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী কার্যালয় পরিদর্শন করেন। এসময় তারা এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিভঙ্গি বদলালে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমবে
পরবর্তী নিবন্ধ৩০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি